পাকিস্তানে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের নিরাপত্তা আধিকারিকরা
Web Desk, ABP Ananda | 06 Jan 2017 07:22 PM (IST)
করাচি: পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী মাসে লাহৌর যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের রিপোর্টের উপরেই ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর নির্ভর করছে। ফলে পিসিবি কর্তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পিসিবি-র অন্যতম আধিকারিক নজম শেঠি বলেছেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজকে দুটি বা তিনটি টি-২০ ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে আমরা মার্চ-এপ্রিলে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলব।’ ওয়েস্ট ইন্ডিজের নিরাপত্তা আধিকারিকরা আসার আগে এ মাসের ২৭ তারিখ আইসিসি-র স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান জাইলস ক্লার্কও লাহৌর যাচ্ছেন। তিনিও পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন।