প্রভিডেন্স (গুয়ানা): তিন ম্যাচের টি ২০ সিরিজে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে। এবার শুরু হচ্ছে একদিনের সিরিজ। এই সিরিজেও একইভাবে দাপটের সঙ্গে জয়ই লক্ষ্য বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের। অন্যদিকে, টি ২০ সিরিজে হারের বদলা নেওয়ার চেষ্টা করবে ক্যারিবিয়ান দল। কিন্তু তাদের এই লক্ষ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিরাট কোহলি। ব্যাট হাতে কোহলি যে কোনও বোলিং আক্রমণের কাছেই ত্রাস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে বেশ কয়েকটি রেকর্ডের হাতছানি রয়েছে কোহলির সামনে।
একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী হতে কোহলির আর প্রয়োজন মাত্র ১৯ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে তাঁর মোট রান ১৯১২। ১৯৩১ রান করলেই তিনি পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদকে টপকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী হবেন। এই তালিকায় এখনও পর্যন্ত প্রথম স্থানে মিঁয়াদাদ। তাঁর মোট রান ১৯৩০।
কোহলি আর ১৪৫ রান করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হবেন। এখনও পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে ১২ ম্যাচে তাঁর মোট রান ৫৫৬। অন্যদিকে দ্বিপাক্ষিক সিরিজে সারওয়ানের রান ১৭ ম্যাচে ৭০০।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই দেশের একদিনের সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হওয়ারও সুযোগ থাকছে কোহলির সামনে। বর্তমানে ডেসমন্ড হেইন্সের সঙ্গে একই জায়গায় রয়েছেন কোহলি। দুজনেরই সংগ্রহে দুটি করে শতরান। আর একটি শতরান করলেই কোহলি হেইন্সকে টপকে যাবেন।