পাল্লেকেলে: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গতকালই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১০ উইকেটে জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরে নিয়েছে হরমনপ্রীত বাহিনী। কিন্তু এই ম্যাচেই উইকেটের পেছনে এক দুর্ধর্ষ স্টাম্পিং করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ইয়াস্তিকা ভাটিয়া। তাঁর স্টাম্পিং মনে করাল বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটার মহেন্দ্র সিংহ ধোনিকে। 


ইয়াস্তিকার স্টাম্পিং


শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেই ইনিংসের ২৩ তম ওভারের ঘটনা। ব্যাট করছিলেন শ্রীলঙ্কার অনুষ্কা সঞ্জীবনী। বল করছিলেন দীপ্তি শর্মা। সেই সময় একটি বল ডিফেন্স করে ক্রিজ থেকে কিছুটা বেরিয়ে গিয়েছিলেন অনুষ্কা। সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে সেই বলটি নিয়ে পেছন থেকেই স্টাম্পে ছুড়ে মারেন ইয়াস্তিকা। 


 






১০ উইকেটে জয় ভারতের 


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। লঙ্কা ক্যাপ্টেন আটাপাট্টু ২৭ রান করেন। এছাড়া লঙ্কা শিবিরের হয়ে ৪৭ রান করেন আমা কাঞ্চনা ও ৩২ রান করে নীলাক্ষী ডি সিলভা। নিজের ১০ ওভারে স্পেলে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রেনুকা সিংহ। দিনের প্রথম ওভারেই শ্রীলঙ্কা ওপেনার হাসিনি পেরেরাকে ফিরিয়ে দেন রেনুকা। কোনও রান না করেই প্য়াভিলিয়নে ফেরেন হাসিনি। এরপর পঞ্চম ওভারে আবার লঙ্কা শিবিরে আঘাত হানেন রেনুকা। আরেক ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। ২টো করে উইকেট পান মেঘনা সিংহ ও দীপ্তি শর্মা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ১৭৩ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পিচে থেকে এদিন সাহায্য পাচ্ছিলেন ভারতীয় বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে মারমুখি ব্যাটিং করছিলেন স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। ৮৩ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন স্মৃতি। নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শেফালি ৭১ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। তিনি নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। মাত্র ২৫.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।


আরও পড়ুন: কামব্য়াক করেছিলেন গত বছর, ফের জাতীয় দলের থেকে হারিয়ে যেতে বসেছেন অশ্বিন