ক্রিকেট ও সেনাবাহিনী ছাড়াও গাড়ির প্রতিও ধোনির ভালবাসা সর্বজনবিদিত। তাঁর গ্যারাজে ফেরারি ৫৯৯ জিটিও, হামার এইচ ২, জিএমসি সিয়েরা সহ বহু গাড়ি আছে। সেখানে আরও একটি গাড়ি যুক্ত হল। ধোনি ব্যস্ত সেনাবাহিনীর কাজে, সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির ছবি পোস্ট করলেন সাক্ষী
Web Desk, ABP Ananda | 10 Aug 2019 12:43 PM (IST)
ক্রিকেট ও সেনাবাহিনী ছাড়াও গাড়ির প্রতিও ধোনির ভালবাসা সর্বজনবিদিত। তাঁর গ্যারাজে ফেরারি ৫৯৯ জিটিও, হামার এইচ ২, জিএমসি সিয়েরা সহ বহু গাড়ি আছে।
নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি যখন জম্মু ও কাশ্মীরে টেরিটোরিয়াল আর্মির হয়ে কর্তব্য পালনে ব্যস্ত, তখনই তাঁর বাড়িতে চলে এল নতুন গাড়ি। স্ত্রী সাক্ষী সেই গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।