কলকাতা: অবশেষে কি মিটতে চলেছে বাংলা হকির অ্যাস্ট্রোটার্ফ সমস্যা? ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আশ্বাস, সবকিছু ঠিকঠাক চললে যুবভারতী লাগোয়া হকির মাঠেই নতুন অ্যাস্ট্রোটার্ফে হতে পারে আগামী বছর বেটন কাপ৷


চলতি বছর বেটন কাপে এসে সাইয়ের অ্যাস্ট্রোটার্ফ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় খেলোয়াড়রা৷ গত কয়েকবছর ধরেই বঙ্গ হকিতে অ্যাস্ট্রোটার্ফ নিয়ে বারবার আলোচনা হলেও শেষপর্যন্ত বাস্তবায়িত হয়নি৷ বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনকে অ্যাস্ট্রোটার্ফ করার জন্য জমিও দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে৷ কিন্তু হয়নি অ্যাস্ট্রোটার্ফ৷ অবশেষে শুরু হয়েছে নতুন করে উদ্যোগ৷

নতুন বছরের জানুয়ারিতেই কলকাতায় আসছেন এক বিশেষজ্ঞ দল৷ যাঁরা অ্যাস্ট্রোটার্ফ নিয়ে কাজ করেছেন দেশ-বিদেশে৷ সেই বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করেই নতুন বছরে অ্যাস্ট্রোটার্ফ নিয়ে রূপরেখা তৈরি করতে চাইছে ক্রীড়ামন্ত্রক৷

এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হকি দলের আট সদস্যকে সংবর্ধিত করা হয়৷ উপস্থিত ছিলেন অধিনায়ক হরজিৎ সিংহ৷ বিশ্বজয়ী এই যুব দলের লক্ষ্য, সিনিয়র দলে সুযোগ। চ্যাম্পিয়নদের ১০হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে৷