নয়াদিল্লি: প্রায় দেড় বছর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না পেলেও, আশা ছাড়তে নারাজ টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে একদিনের আন্তর্জাতিকের দলে ফের সুযোগ পাব। আমাকে শুধু টেস্ট ম্যাচে ভাল খেলে যেতে হবে এবং রান করতে হবে। আত্মবিশ্বাস ও নিজের উপর আস্থাই আসল। আমি যদি টেস্ট দলে অবদান রাখতে পারি, তাহলে নিশ্চয়ই একদিনের দলে ফিরব।’


এখনও পর্যন্ত ৯০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ২,৯৬২ রান করেছেন রাহানে। তাঁর শতরান তিনটি এবং অর্ধশতরান ২৪টি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।



কাল থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচের চেয়েও ইডেনে দিন-রাতের ম্যাচ নিয়েই বেশি ভাবছেন রাহানেরা। কারণ, সেই ম্যাচ হবে গোলাপি বলে। সেই চ্যালেঞ্জ নিতে তাঁরা তৈরি বলে জানিয়েছেন ভারতের সহ-অধিনায়ক। তিনি অবশ্য বাংলাদেশকে হাল্কাভাবে নিতে নারাজ। তাঁর মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচই গুরুত্বপূর্ণ।