পারফরম্যান্স যাই হোক না কেন, সবসময় দলের পাশে আছি, বললেন সচিন
Web Desk, ABP Ananda | 20 Aug 2017 01:00 PM (IST)
মুম্বই: পুরুষ হোক বা মহিলা, ভারতীয় ক্রিকেট দলের প্রতি তাঁর সমর্থন সবসময় থাকবে। প্রত্যাশিত পারফরম্যান্স না হলেও, দলের পাশ থেকে সরে যাবেন না তিনি। এমনই জানালেন সচিন তেন্ডুলকর। আজ থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। তার আগে সচিন বলেছেন, ‘ভারতীয় দলের সঙ্গে সবসময় আমাদের শুভেচ্ছা আছে। সেটা পুরুষ হোক বা মহিলা দল। আমরা সবসময় দলের পাশে থাকব। সে পারফরম্যান্স ভাল হোক বা আমাদের প্রত্যাশার চেয়ে একটু কম হোক। আমি সবসময় দলকে সমর্থন করব। আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন।’ আজ মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থেকে হাফ ম্যারাথনের সূচনা করেন সচিন। সেখানেই তিনি সবসময় ভারতীয় দলকে সমর্থন করার কথা জানান। একইসঙ্গে তিনি স্বাস্থ্যকর জীবনযাপনের পক্ষেও সওয়াল করেন। তাঁর মতে, ফিটনেস ভাল জায়গায় থাকলে জীবনে যা ইচ্ছা সেটা করা যায়।