নর্থ সাউন্ড (অ্যান্টিগা): বিসিসিআই কর্তারা তাঁর কাছ থেকে নতুন কোচের বিষয়ে মতামত চাইলে তবেই তিনি এ বিষয়ে মতামত দেবেন। এমনই জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি কোনও মতামত দিতে পারি না। বিসিসিআই বললে তবেই দল হিসেবে আমরা মতামত প্রকাশ করতে পারি।’
ভারতের পরবর্তী কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম ভেসে ওঠার পর থেকেই তাঁর সঙ্গে বিরাটের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট মহলের অনেকেরই দাবি, বিরাটের আস্থাভাজন হওয়ায় শাস্ত্রীই পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে। তবে বিরাট এই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমাদের সবসময় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা দল হিসেবে সেই প্রক্রিয়াকে সম্মান জানাই। দলের কাছ থেকে পরামর্শ চাওয়া হলে তবেই আমরা মতামত জানাই। এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলার মানে হয় না।’
বিরাট আরও বলেছেন, ‘আমরা এখন একটা সিরিজ খেলছি। সেটার উপরেই নজর দিচ্ছি। কোচের বিষয়টি বিসিসিআই দেখছে। আমরা এখন খেলা ছাড়া অন্য কোনও বিষয়ে মন দিচ্ছি না। সিরিজ জেতাই আমাদের লক্ষ্য।’
বিসিসিআই চাইলে তবেই কোচের বিষয়ে মতামত দেব, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
29 Jun 2017 11:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -