নয়াদিল্লি: শনিবার দীর্ঘ ১৬ বছরের ক্রিকেটীয় কেরিয়ারে ইতি টানলেন মহেন্দ্র সিংহ ধোনি। স্বাধীনতা দিবসের দিন ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত পোস্টে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। লেখেন, আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। শনিবার সন্ধে ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করুন।
কিন্তু, অবসরোত্তর জীবন কীভাবে কাটাবেন ধোনি? এই সময়ে তিনি কী করবেন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে নেটিজেনদের মনে। অনেকে আবার এমনও আশা করছেন, হতে পারে ধোনি বিজেপিতে যোগ দেবেন।
রাজনীতির অলিন্দে ধোনির সম্ভাব্য প্রবেশ নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। এক শ্রেণি নেটিজেন ইতিমধ্য়েই বলতে শুর করেছেন, বিজেপিতে যোগ দিতে চলেছেন ধোনি। কেউ কেউ তো তাঁকে এখন থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদের প্রধান দাবিদার হিসেবেও তুলে ধরছেন। যদিও, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধোনি এখনও পর্যন্ত কিছুই বলেননি।
অনেকে ধোনির সঙ্গে অমিত শাহর পুরনো একটি ছবি পোস্ট করে এই বিষয়টিকে প্রতিস্থাপন করতে চেয়েছেন। আবার কেউ কেউ তো এমনও দাবি করেছেন যে, শুধু ধোনি নন, বিজেপিতে যোগ দেবেন সুরেশ রায়নাও।