নয়াদিল্লি: সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলের দুর্বলতার জায়গাগুলি নিয়ে কাটাছেঁড়া চলছে। দলের রান সংগ্রহের ক্ষেত্রে সহ অধিনায়ক রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির ওপর অতি নির্ভরশীলতার বিষয়টিও সামনে এসেছে। বিশ্বকাপে দলের স্কোরিং চার্ট থেকেই বিষয়টি স্পষ্ট। এই বিষয়গুলি ছাড়াও অধিনায়কত্ব ভাগ করে দেওয়ার প্রস্তাব নিয়েও বিসিসিআই আলোচনায় আগ্রহী বলে জানা গেছে। সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের এক কার্যকর্তা বলেছেন, যে কোনও ভালো দল একটা অভিযান শেষ হওয়ার পরই পরেটার জন্য প্রস্তুতি শুরু করে দেয়। গতকাল ইংল্যান্ডের বিশ্বকাপজয় এই চেষ্টারই ফল।
তাই পরবর্তী টুর্নামেন্টের কথা ভেবে রোহিতকে সীমিত ওভারের ফরম্যাটের অধিনায়ক করার কথা খতিয়ে দেখা হতে পারে। সেক্ষেত্রে কোহলিই টেস্ট দলের অধিনায়কত্ব করবেন।
বিসিসিআই-এর ওই কর্মকর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের হাতে অধিনায়কত্বের ভার তুলে দেওয়ার এটাই সঠিক সময়। বর্তমান অধিনায়ক ও ম্যানেজমেন্টের প্রতি প্রচুর সমর্থন রয়েছে। এখন পরবর্তী বিশ্বকাপের জন্য পরিকল্পনার সময় এসেছে। আর এজন্য এখনকার ধ্যানধারণা ও পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন। আমরা সবাই জানি, বেশ কয়েকটি জায়গা খতিয়ে দেখার প্রয়োজন। সেই কাজ করার ক্ষেত্রে সঠিক ব্যক্তি হতে পারেন রোহিত।
ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বিশ্বকাপ থেকে বিদায়ের পর এই মুহূর্তে দলের দুটি শিবিরে বিভক্ত হয়ে যাওয়া এবং কোহলি ও রোহিতের সংঘাতের জল্পনাই সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ভারতীয় ক্রিকেটের পক্ষে ক্ষতিকারক হতে পারে। বিষয়টি নিয়ে বিসিসিআই-এর প্রশাসকদের কমিটি (সিওএ)-র উপস্থিতিতে কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক কোহলি ও মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদের সঙ্গে আলোচনায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
ওই কর্মকর্তা বলেছেন, সিওএ প্রধান বিনোদ রাই ইতিমধ্যেই একটি পর্যালোচনা বৈঠক হবে বলে জানিয়েছেন। ওই পর্যালোচনা বৈঠকে বিষয়টির নির্ধারণ করতে হবে এবং ওই ধরনের জল্পনার আগাপাস্তলা খতিয়ে দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দলের পারফরম্যান্স খতিয়ে দেখার জন্য ওই পর্যালোচনা বৈঠক হবে। সেইসঙ্গে আরও কয়েকটি সমস্যা রয়েছে যেগুলির আশু সমাধানের প্রয়োজন রয়েছে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট চলাকালে সিওএ সদস্যদের সঙ্গে দলের সিনিয়র খেলোয়াড় ও কোচ রবি শাস্ত্রীর শেষবার বৈঠক হয়েছিল। ওই বৈঠকে বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলে প্লেয়ারদের বিশ্রাম নিয়ে কোহলি ও রোহিতের মতপার্থক্য সামনে এসেছিল।