দেশের মাটিতে ভারতকে হারানো খুব কঠিন, মানছেন নিউজিল্যান্ডের অধিনায়ক
Web Desk, ABP Ananda | 21 Oct 2017 05:27 PM (IST)
মুম্বই: কাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের একদিনের সিরিজ। দু’দল তিনটি ম্যাচ খেলবে। বর্তমান ফর্মের বিচারে ভারত অবশ্যই ফেভারিট দল হিসেবে এই সিরিজ শুরু করছে। এই প্রথম আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী একদিনের সিরিজ খেলবে বিরাট কোহলির দল। তবে ভারতের অধিনায়ক সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। তাঁর মতে, নতুন নিয়ম চালু হওয়ার ফলে ক্রিকেট আরও আকর্ষণীয় ও পেশাদার হবে। তবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়মাসন ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগে চিন্তিত। তাঁর মতে, দেশের মাটিতে ভারতকে হারানো খুব কঠিন। আগামীকাল ২০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বিরাট। তার আগে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমরা র্যাঙ্কিংয়ের কথা ভাবি না। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের পয়েন্ট সমান। আমরা যখন বিশ্রামে ছিলাম, তখন দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলছিল। তাই ওরা শীর্ষে উঠে গিয়েছে। র্যাঙ্কিং নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমরা ভাল খেলে যেতে চাই। সেটাই আমাদের প্রধান লক্ষ্য। দল হিসেবে আমরা নিজেদের কাজে খুশি।’ অন্যদিকে, উইলিয়ামসন স্বীকার করেছেন এই সিরিজের আগে তাঁরা চাপে আছেন। কিউয়ি অধিনায়ক বলেছেন, ‘দেশের মাটিতে ভারতের রেকর্ড খুব ভাল। ওদের হারানো খুব কঠিন। আমরা জানি, ঘরের মাঠে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ২০০৯-১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে ১৬টি একদিনের ম্যাচের মধ্যে মাত্র দু’টিতেই হেরেছে ভারত। তাই আমাদের জিততে গেলে সেরা ক্রিকেট খেলতে হবে।’ এই প্রথম ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। তবে তাতে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন উইলিয়ামসন। কারণ, অনেক ক্রিকেটারই আইপিএল-এ ওয়াংখেড়েতে ম্যাচ খেলেছেন। ফলে তাঁরা এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত।