ওয়ার্নারের পরিবর্তে সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2018 03:20 PM (IST)
নয়াদিল্লি: ডেভিড ওয়ার্নারের জায়গায় আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সের নতুন অধিনায়ক হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কিউয়ি ক্রিকেটারকে এবার নেতৃত্ব দিতে দেখা যাবে হায়দরাবাদকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃতি কান্ডে এর আগে এবারের আইপিএল থেকে বহিষ্কার করা হয় অসি ওপেনার ওয়ার্নারকে। অস্ট্রেলিয়া ক্রিকেটও তাঁকে এবং স্টিভ স্মিথকে এক বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছে। এর জেরেই ওয়ার্নারের পরিবর্তে উইলিয়ামসনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে সানরাইজার্স। নতুন এই দায়িত্বর ব্যাপারে উইলিয়ামসন জানিয়েছেন, এই মরশুমের জন্য অস্থায়ী অধিনায়ক হিসেবে কাজের প্রস্তাব গ্রহণ করেছি। একঝাঁক প্রতিভাসম্পন্ন ক্রিকেটাদের সঙ্গে এটা একটা দারুণ সুযোগ। নতুন দায়িত্ব গ্রহণের ব্যাপারে মুখিয়ে রয়েছি। সাইরাইজার্সের সিইও কে শন্মুগম বলেছেন, আমরা এই মরশুমে কেন উইলিয়ামসনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করতে পেরে খুশি। উল্লেখ্য, ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞার পর শিখর ধবন সানরাইজার্সের অধিনায়ক হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু শেষপর্যন্ত উইলিয়ামসনকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল। এবার আইপিএলের দলগুলির মধ্যে উইলিয়ামসন একমাত্র বিদেশী অধিনায়ক।