দফায় দফায় বৃষ্টি, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ ড্র
Web Desk, ABP Ananda | 02 Jun 2017 11:53 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
বার্মিংহাম: অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও, বৃষ্টির জন্য খেলা ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে বাধ্য হল নিউজিল্যান্ড। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হলেন কেন উইলিয়ামসনরা। এই ম্যাচে শুরু থেকে শেষপর্যন্ত কোণঠাসা অবস্থায় থেকেও পয়েন্ট পাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করতেই পারেন স্টিভ স্মিথরা। এজবাস্টনে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। তিনি অধিনায়কোচিত ইনিংস খেলেন। ১৪৮ বলে ১০০ রান করে রান আউট হন উইলিয়ামসন। লুক রঞ্চি ৬৫ এবং রস টেলর ৪৬ রান করেন। ৪৫ ওভারে ২৯১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৫২ রান দিয়ে ৬ উইকেট নেন জোশ হ্যাজেলউড। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল না হলেও, বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দেয়। দু বার বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার পর ডার্কওয়ার্থ-লুইস নিয়মে স্মিথদের টার্গেট দাঁড়ায় ৩৩ ওভারে ২৩৫। ৯ ওভারে ৩ উইকেটে ৫৩ রান করে অস্ট্রেলিয়া। এরপর তৃতীয়বার বৃষ্টি নামে। তারপর আর খেলা শুরু হয়নি। ম্যাচ ড্র হওয়ায় দুটি দলই এক পয়েন্ট করে পেল।