লন্ডন: কিছুদিন আগেই কেরিয়ারের ১৯ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন। চলতি বছরে অস্ট্রেলিয়া ওপেনের পর ফরাসি ওপেনেও জিতেছেন নোভাক জকোভিচ। রাফায়েল নাদালের একচ্ছত্র সাম্রাজ্যে অবলীলায় থাবা বসিয়েছেন। আসন্ন উইম্বলডনেও সার্বিয়ান তারকাকেই ফেভারিট মানছেন টেনিস বিশেষজ্ঞরা। সুইস টেনিস সম্রাট রজার ফেডেরারও মনে করেন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে জোকার। শনিবারই উইম্বলডনে শেষ ষোলোয় উঠেছেন রজার। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে ১৮ বার চতুর্থ রাউন্ডে উঠলেন ফেডেক্স। ম্যাচের পর এক সাক্ষাৎকারে জকোভিচকে নিয়ে তিনি বলেন, ‘চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছে জকোভিচ। ওকে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘জকোভিচ এবারের উইম্বলডনে ভীষণভাবে ফেভারিট। ও জানে কীভাবে ম্যাচে জয় ছিনিয়ে আনতে হয়। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত খেলেছে। প্যারিসেও সেরা ছন্দে ছিল। দুর্ধর্ষ পারফরম্যান্স ছিল ওর।’
ফরাসি ওপেনের মাঝপথেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন ফেডেরার। অন্যদিকে সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়েই বড় চমক দেন জকোভিচ। লাল সুড়কির কোর্টে বরাবরই হট ফেভারিট মানা হয় নাদালকে। ১৩ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। কিন্তু এবার প্রায় ৪ ঘণ্টা ১১ মিনিটের লড়াই শেষে ফরাসি ওপেনের সেমিফাইনালে নাদালকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন সার্বিয়ান তারকা। এরপর ফাইনালে গ্রিসের তরুণ তারকা সিৎসিপাসকে হারিয়ে কেরিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেন খেতাব ঝুলিতে পুড়ে নেন বিশ্বের ১ নম্বর টেনিস সুপারস্টার।
চলতি বছরে উইম্বলডন জিতলেই মোট ২০টি গ্র্যান্ড স্লামের মালিক হয়ে যাবেন জোকার। ফেডেরার, নাদালের সঙ্গে একই সারিতে চলে আসবেন পুরুষদের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায়। আর চলতি বছরে ইউ এস ওপেনে জিতলে আরও একটি রেকর্ড গড়বেন জকোভিচ। বিশ্বের তৃতীয় পুরুষ টেনিস প্লেয়ার হিসেবে এক মরসুমে সবকটি গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়বেন তিনি। ১৯৬৯ সালে শেষবার রড লেভার এই কৃতিত্ব গড়েছিলেন।
রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে অবশ্য একটি বিষয় এখনই টেক্কা দিয়ে দিয়েছেন জকোভিচ। সবকটি গ্র্যান্ড স্ল্যামই অন্তত ২ বার করে জয়ের নজির গড়েছেন জকোভিচ।