হায়দরাবাদ: গ্র্যান্ড স্ল্যামে ফের নামতে চলেছেন সানিয়া মির্জা। শুক্রবারই উইম্বলডনের সূচি প্রকাশিত হল। অল ইংল্যান্ডে ক্লাবে মহিলাদের ডাবলসে ভারতীয় তারকার সঙ্গী আমেরিকার বেথানি মাটেক স্যান্ডস।
পুরুষ বিভাগে শীর্ষ বাছাইয়ের তকমা পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। যিনি সদ্য সমাপ্ত ফরাসি ওপেনের ফাইনালে সুড়কির কোর্টের সম্রাট রাফায়েল নাদালকে হারিয়ে কেরিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। তাঁর অর্ধে রয়েছেন পাঁচ নম্বর বাছাই, রাশিয়ার আন্দ্রে রুবলেভ। দ্বিতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর তারকা জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ কেভিন অ্যান্ডারসন। ২০১৮ সালের উইম্বলডনের ফাইনালে যে দুজন একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন। চতুর্থ রাউন্ডে জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ ১৩ নম্বর বাছাই গেল মঁফিস বা ১৭ নম্বর বাছাই ক্রিশ্চিয়ান গ্যারিন।
মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে সেরিনা উইলিয়ামসের প্রতিপক্ষ আলেকজ়ান্দ্রা সাসোভিচ। এদিকে, কাফ মাসলে চোটের কারণে এদিনই উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন মহিলা সিঙ্গলসে গতবারে চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পুরুষদের বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন ডমিনিক থিম। মায়োরকা চ্যাম্পিয়নশিপে খেলার সময় তাঁর হাতের কব্জিতে চোট লেগেছে।
উইম্বলডনের পরই শুরু হবে অলিম্পিক্স। টোকিও অলিম্পিক্সের হাত ধরে নতুন নজির গড়তে চলেছেন সানিয়া মির্জা। প্রথম ভারতীয় মহিলা প্লেয়ার হিসেবে চতুর্থ বার অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন হায়দরাবাদের টেনিস সুন্দরী। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স। সেখানে প্রথম ম্যাচ খেলতে নামলেই, প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, ‘নিজের উপর বিশ্বাস রাখাটা ভীষণ জরুরি। আমার বয়স ৩০ পেরিয়ে গিয়েছে। তার পরেও আমি খেলে চলেছি। কত দিন আর খেলব, তা নিয়ে আমি ভাবি না। আমি আসলে প্রতিটা দিন ধরে এগোই। ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে করে রাখি না।’ ৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া বলেছেন, ‘কোর্টের ভিতরে তো অনুশীলন চলছেই। সেই সঙ্গে কোর্টের বাইরেও শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের অনুশীলন করে চলেছি।’