লন্ডন: টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাঁকে ফেভারিট হিসাবে গণ্য করা হচ্ছিল। নোভাক জকোভিচ (Novak Djokovic) শুক্রবার, ১৪ জুলাই, অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রমাণ করে দিলেন কেন তাঁকে বিশেষজ্ঞদের অধিকাংশ এ বারের উইম্বলডন (Winbledon 2023) জয়ের সবথেকে বড় দাবিদার বলে মনে করছেন। সেমিফাইনালে ইয়ানিক সিনারকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে পৌঁছে গেলেন নাগাড়ে নিজের পঞ্চম উইম্বলডন ফাইনালে। ২১ বছর বয়সি সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) স্কোরলাইনে, স্ট্রেট গেমে হারান জকোভিচ।


ম্যাচে শুরুতেই দুই সেটে সিনারের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন জকোভিচ। সিনারকে লড়াই করার তেমন কোনও সুযোগই দেননি সার্বিয়ান। তৃতীয় সেটে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন বটে, তরুণ তুর্কি, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। সেট টাই ব্রেকার পর্যন্ত গড়ায় এই যা। জকোভিচ অবশ্য গোটা বছর জুড়েই টাই ব্রেকারে অপ্রতিরোধ্য। এদিনও তাই হল। ১-৩ পিছিয়ে পড়েও শেষ সাত পয়েন্টের মধ্যে ছয়টি জিতে তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন রেকর্ড স্ল্যাম খেতাবজয়ী পুরুষ তারকা।


এদিন উইম্বলডনের ফাইনালে পৌঁছেই তিনি একাধিক রেকর্ড ভেঙে ফেললেন এবং আরও একগুচ্ছ রেকর্ড ভাঙার সুযোগ তৈরি করলেন। সিনারের বিরুদ্ধে জয় মিলিয়ে সেন্টার কোর্টে টানা ৪৫টি ম্যাচ জিতে নিলেন। ঐতিহ্যবাহী কোর্টের ১০১ বছরের ইতিহাসে নাগাড়ে এত জয় এই কোর্টে আর কোনও টেনিস খেলোয়াড় পাননি। এটি জকোভিচের কেরিয়ারের ৩৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। না পুরুষ, না মহিলা, 'ওপেন ইরা'তে আর কোনও খেলোয়াড়ের এতগুলি স্ল্যাম ফাইনাল খেলার কৃতিত্ব নেই।


এই নিয়ে জকোভিচ নবম উইম্বলডন ফাইনালে পৌঁছলেন। একমাত্র রজার ফেডারারই 'জোকার'-এর থেকে অধিকবার ঘাসের কোর্টের স্ল্যাম ফাইনালে নেমেছেন। ফাইনালে দানিল মেদভেদেভ ও কার্লোস আলকারাজের সেমিফাইনাল ম্যাচের জয়ী তারকার মুখোমুখি হবেন জকোভিচ। ফাইনাল জিততে পারলেই নিজের কেরিয়ারের অষ্টম উইম্বলডন জিতে নেবেন সার্বিয়ান তারকা। সেক্ষেত্রে তিনি রজার ফেডেরারের সর্বাধিকবার উইম্বলডন জয়ের কৃতিত্বে ভাগ বসাবেন। সব মিলিয়ে সেক্ষেত্রে তাঁর ২৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব হয়ে যাবে, যা 'ওপেন ইরা'য় যে কোনও টেনিস খেলোয়াড়ের জন্য সর্বকালের সর্বোচ্চ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন