লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2023) মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছেন, তবে ডাবলসে কিন্তু তড়তড়িয়ে এগোচ্ছেন রোহন বোপান্না (Rohan Bopanna)। অস্ট্রেলিয়ান পার্টনার মার্ক এবডেনকে সঙ্গে নিয়ে গ্র্যান্ড স্ল্যামের শেষ ১৬-তে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস তারকা। ব্রিটেনের জেকব ফার্নলে ও জোনাস মনডেকে স্ট্রেট সেটে হারলেন ভারতীয়-অজি জুটি।


অল ইংল্যান্ড ক্লাবের তৃতীয় কোর্টে এক ঘণ্টা নয় মিনিটের ম্যাচে বোপান্নারা ৭-৫, ৬-৩ স্কোরলাইনে জয় পান। ম্যাচের প্রথম সেটের শুরুর দিকেই ব্রিটেনের জুটি বোপান্নাদের সার্ভিস ব্রেক করতে সক্ষম হয়। তবে বোপান্নারাও দু'টি সার্ভিস ব্রেক করে দুরন্তভাবে ম্যাচে ফিরে আসেন। ম্যাচ যত গড়ায়, বোপান্নাদের সার্ভিস গেম ততই ক্ষুরধার হয়। ৮৭ শতাংশ (৩০টির মধ্যে ২৬টি) সার্ভিস গেম জেতেন। বোপান্নারা ১০টি উইনার মারেন। আনফোর্সড এরার করেন মাত্র দুইটি। 


কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ডাচ-আমেরিকান জুটি ডেভিড পেল ও রিস স্ট্যালডের মুখোমুখি হবেন বোপান্নারা। তবে তার আগেরদিনই মিক্সড ডাবলসে গ্যাব্রিয়েলা ডাবরস্কিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে কোর্টে নেমেছিলেন বোপান্না। টাই ব্রেকারে প্রথম সেট জিতলেও পরের দুই সেটে কার্যত তেমন লড়াইই করতে পারেননি বোপান্নারা। ৭-৬ (৭), ৩-৬, ৪-৬ স্কোরলাইনে পরাজিত হন বোপান্নারা।


অপরদিকে, টানা দুই দিনের লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিঙ্গেলস বিভাগে ফেভারিট নোভাক জকোভিচ। পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে হারাতে সার্বিয়ান তারকাকে বেশ বেগ পেতে হল। এক সেট হেরেও বসেন সার্বিয়ার মহাতারকা। তবে শেষ পর্যন্ত ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ গেমে হুবার্টকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টায় ফাইনালে পৌঁছে গেলেন জোকোভিচ। পরের রাউন্ডে তিনি খেলবেন আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে।


ম্যাচে ফেভারিট হিসাবেই জকোভিচ কোর্টে নামেন। শুরুতেই দুই সেটে এগিয়ে যান জকোভিচ। তবে জকোভিচকে দুই সেটেই টাইব্রেকারে জিততে হয়েছিল। সেয়ানে সেয়ানে টক্কর দেন হুরকাজও। পোল্যান্ড তারকার বিরুদ্ধে জকোভিচের দুই সেটে স্কোর ছিল ৭-৬ (৮), ৭-৬ (৮)। কিন্তু এই দুই সেটের পরেই স্থানীয় সময় রাত ১০.৩৫-এ ম্যাচ বন্ধ করে দিতে হয়। নিয়ম অনুযায়ী রাত ১১টার পরেই উইম্বলডনে কার্ফু লাগু হয়ে যায়। ওইটুকু সময়ে তৃতীয় সেট শেষ করা কার্যত অসম্ভব। সেই কারণেই খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?