দুবাই: গত বছর, অর্থাৎ ২০২১ সালে তিনি খেলেছেন ১৫টি টেস্ট ম্যাচ। তাতে তাঁর রান ১৭০৮! অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে দল হিসাবে বিপর্যস্ত হয়েছে ইংল্যান্ড। কিন্তু ২০২১ সালটা দুরন্ত কেটেছে জো রুটের (Joe Root)। করেছেন ছ'টি সেঞ্চুরি। আইসিসি তাঁকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে। সেই সঙ্গে আরও একটি বিরল নজির গড়েছেন ইংরেজ অধিনায়ক।
ক্রিকেটের ইতিহাসে তিনি তৃতীয় ব্যাটার, যাঁর এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে ১৭০০ রান রয়েছে। তালিকায় বাকি দু'জন কারা? মহম্মদ ইউসুফ ও স্যার ভিভিয়ান রিচার্ডস।
রুটের বছরটা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ২১৮ রান করে সেই ম্যাচে আউট হন রুট। সেই ম্যাচে বিশ্বমানের পেসার ও স্পিনারদের সামলে তাঁর ব্যাটিং বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও অব্যাহত ছিল তাঁর রানের সফর।
পুরস্কার পেয়ে রুট বলেছেন, '২০২১ সালটা ইংল্যান্ড দলের জন্য কঠিন কাটলেও ব্যাট হাতে নিজের সেরা সময়টা কাটিয়েছি। লাল বলের ক্রিকেটে বিশ্বের সেরাদের হারিয়ে এই স্বীকৃতি পেয়ে দারুণ লাগছে।' সেই সঙ্গে তাঁর অঙ্গীকার, '২০২২ সালে নিজে ব্যাট হাতে এই ছন্দ বজায় রাখার পাশাপাশি চাই দল হিসাবে টেস্টে ইংল্যান্ড ক্রিকেট দলের খুব ভাল কাটুক।'
এক বছরে ৭৮ উইকেট! আইসিসি বর্ষসেরা ক্রিকেটার পাক পেসার শাহিন শাহ আফ্রিদি
পুরুষদের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার(ICC Men's Cricketer 2021) হলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি(Shaheen Shah Afridi)। আইসিসি-র পক্ষ থেকে সোমবার এই ঘোষণা করা হয়েছে। ২০২১-এ ৩৬ টি আন্তর্জাতিক ম্যাচে ২২.২০ গড়ে ৭৮ উইকেট নিয়েছেন এই পাকিস্তানি ফাস্ট বোলার। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৫১ রানে ৬ উইকেট।
২০২১ সাল খুবই ভালো গিয়েছে এই দীর্ঘদেহী পাক পেসারের। ক্রিকেটের সমস্ত ফরম্যাটেই বেশ কয়েকজন সেরা ব্যাটারকেও ঝামেলায় ফেলেছেন এবং আউট করেছেন তিনি। গত বছরটা টেস্ট ও টি ২০ ক্রিকেটে পারফরম্যান্সের জন্যই তাঁর স্মরণে থাকবে। সংযুক্ত আরব আমিরশাহিতে টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ফাইনালে পৌঁছেছিল। গোটা টুর্নামেন্টেই বল হাতে দারুণ ছন্দে দেখা গিয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। দুরন্ত গতি ও দক্ষতায় সবাইকে মুগ্ধ করেছিলেন এই পাক বোলার।