সিডনি: আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার তিনি। নিলাম থেকে তাঁকে সাড়ে ১৫ কোটি টাকায় কিনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। যদিও করোনার ত্রাসে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।
প্যাট কামিন্সের আপাতত প্রার্থনা, টি-টোয়েন্টি বিশ্বকাপটা অন্তত যেন নির্ধারিত সূচি মেনেই হয়। শুক্রবার একটি ভিডিও কনফারেন্সে কামিন্স বলেছেন, ‘প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে সবকিছু বদলে যাচ্ছে। শেষবার যখন কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছিল, ওঁরা বলেছিলেন টুর্নামেন্ট হওয়ার ব্যাপারে আশাবাদী। আইপিএল এখনও বাতিল হয়ে যায়নি। স্থগিত রয়েছে এবং আমরা দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সকলেই চায় টুর্নামেন্টটা হোক। তবে অবশ্যই প্রাধান্য পাচ্ছে যাতে করোনাভাইরাস আর ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করা। ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে যাওয়া যাবে না তাই খুব তাড়াতাড়ি কিছু হবে বলে মনে হচ্ছে না।’
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ অস্ট্রেলিয়া। যেখানে ২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপও আয়োজিত হয়েছিল। কামিন্স আশাবাদী, অন্তত পূর্বনির্ধারিত সূচি মেনে সেই টুর্নামেন্টটা আয়োজিত হবে। ‘গত দু-তিন বছর ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আলোচনা হচ্ছে। ২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি। এবার চাই টি-টোয়েন্টি বিশ্বকাপটা হোক। আমি খেলার জন্য মুখিয়ে রয়েছি,’ বলেছেন তিনি।
২০১৭ সালের মার্চ মাস থেকে পরের তিন বছরে ১৪৪২.২ ওভার বল করেছেন অজি পেসার। ক্লান্তি কাটাতে তাই করোনা লকডাউনের বিরতি তাঁর কাছে শাপে বর হবে বলেই মনে করছেন সকলে।
আইপিএল অনিশ্চিত, দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন হয়, প্রার্থনা কামিন্সের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2020 08:41 PM (IST)
২০১৭ সালের মার্চ মাস থেকে পরের তিন বছরে ১৪৪২.২ ওভার বল করেছেন অজি পেসার। ক্লান্তি কাটাতে তাই করোনা লকডাউনের বিরতি তাঁর কাছে শাপে বর হবে বলেই মনে করছেন সকলে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -