মুম্বই: মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স ট্রফিতে ফাইনালে চলে গেল সুপারনোভাস ও ভেলোসিটি। এদিকে শেষ ম্যাচ জিতেও ফাইনালে জায়গা করতে পারল না ট্রেইলব্লেজার্স। আজকের ম্যাচে ভেলোসিটির বিরুদ্ধে ১৬ রান জয় ছিনিয়ে নিল ট্রেইলব্লেজার্স। কিন্তু এরপরও ফাইনালে জায়গা পায়নি স্মৃতি মন্ধানার দল। রান রেটের বিচারে তারা ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল।


শেষ ম্যাচে ১৬ রানে জয় ট্রেইলব্লেজার্সের


মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স ট্রফির শেষ ম্যাচে এদিন আমনে সামনে হয়েছিল ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৯০ রান তুলে নেয় ট্রেইলব্লেজার্স। মেঘানা ৭৩ ও জেমিমা রডরিগেজ ৬৬ রান করেছেন। ৪৪ বলের ইনিংসে রডরিগেজ ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। এটাই এবারের টুর্নামেন্টে সর্বাধিক স্কোর ছিল কোনও দলের। 


জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানই বোর্ডে তুলতে পারে। শেফালি ভার্মা ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৯ রান করেন। ৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেন কিরণ নভগিরে। 


আরসিবির লখনউ বধ


কোহলি পারেননি। ইনিংস ওপেন করতে নেমে ২৪ বলে ২৫ রানে আউট হয়ে ফেরেন তিনি। কোহলির জন্য সাজানো মঞ্চে বুধবার দেখা গেল রজত-রাজ। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদার (Rajat Patidar)। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik। ২৩ বলে ৩৭ রানে অপরাজিত রইলেন ডিকে। এক সময় ইডেন ছিল যাঁর হোমগ্রাউন্ড। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন বলে ইডেনের নাড়িনক্ষত্র যাঁর নখদর্পণে।


অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৪১ বলে ৯২ রান যোগ করেন রজত ও কার্তিক। শেষ ৫ ওভারে আরসিবি তুলল ৮৪ রান। যা ম্যাচের রং পাল্টে দিয়ে গেল। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তোলে ২০৭/৪। কে এল রাহুলদের সামনে জয়ের লক্ষ্য ছিল ২০৮ রানের। যা তাড়া করতে নেমে ১৯৩-এ আটকে যায় লখনউয়ের ইনিংস।