সিডনি: মহিলাদের ফুটবল বিশ্বকাপে (Women's World Cup) এক নাটকীয় ম্যাচের সাক্ষী হয়ে থাকলেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটিয়ে ফেলল কলম্বিয়া (Germany vs Columbia)। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে পরাজিত করলেন তাঁরা। তাও আবার ৯০ মিনিটের পর, ইনজুরি টাইমের সপ্তম মিনিটের গোলে।


গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই, সাত মিনিটের মাথায় টিনএজার লিন্ডা কাইসেডো দুরন্ত একটি গোলে কলম্বিয়াকে এগিয়ে দেন। নিশ্চিত জয়ের দিকেই এগোচ্ছিল লাতিন আমেরিকান দলটি। ম্যাচের ৮৯ মিনিটে জার্মানরা সমতায় ফেরে। আলেকজান্দ্রা পপ পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। কলম্বিয়া নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া করছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু ম্যাচে তখনও নাটক অবশিষ্ট ছিল। ম্যাচের ইনজুরি টাইমে একেবারে শেষ কয়েক সেকেন্ডে কর্নার থেকে গোল করেন ম্যানুয়েলা ভ্য়ানেগাস। 


আর মাত্র এক রাউন্ডের খেলা বাকি রয়েছে। এই জয়ের সুবাদে বর্তমানে গ্রুপ 'এইচ'-র শীর্ষে রয়েছে কলম্বিয়া। গোল পার্থক্যের সুবাদে মরক্কোর আগে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বের দুই নম্বর দল এবং টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট জার্মানির বিরুদ্ধে খাতায় কলমে এই ম্যাচে কিন্তু খানিকটা পিছিয়েই ছিল কলম্বিয়া। তবে সকলকে চমকে দিয়েই ম্যাচ জিতে নেয় কলম্বিয়া। এই জয়ের গুরুত্ব ঠিক কতটা, তা একটা সাধারণ পরিসংখ্যানই প্রমাণ করে দেয়। ১৯৯৫ সালের পর থেকে এই প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পরাজিত হতে হল জার্মানিকে। 


প্রসঙ্গত, এই ম্যাচে ফের একবার নজর কাড়লেন কলম্বিয়ার তরুণ ফুটবলার লিন্ডা। ইতিমধ্যেই এ বছর তিনটি বিশ্বকাপে গোল করে ফেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদ তারকা অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ২০ বিশ্বকাপেও গোল করেছেন। এদিনও তাঁর গোলটি দীর্ঘদিন দর্শকদের স্মৃতিতে থাকবে। জার্মানির পেনাল্টি বক্সের সামনে বল পায়ে পেয়ে দুই জার্মান ডিফেন্ডারকে মাটি ধরিয়ে দুরন্ত শটে গোল করেন তিনি। এই গোলটা তাঁর কাছে খানিকটা বিশেষ অনুভূতিরও বটে। গত বৃহস্পতিবারই অনুশীলন চলাকালীন হঠাৎই পড়ে যান তিনি। যদিও ক্লান্তির জন্যই এমন হয়েছে বলে কলম্বিয়া ম্যানেজমেন্টের তরফে জানানো হয়। তবে এই ঘটনার পরে তাঁর জন্য এই গোল নিশ্চয়ই বিশেষ অনুভূতির হবে।    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাড়তি টাকা ঔদ্ধত্য সৃষ্টি করে, কোহলি, রোহিতদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কপিলের