কুয়ালালামপুর: মহিলাদের এশিয়া কাপে তাইল্যান্ড ও মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর আজ বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে হেরে গেল ভারতীয় দল। যদিও এই হারের পরেও লিগ টেবলের শীর্ষেই আছে ভারতীয় দল। তিন ম্যাচ খেলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা তিন দলেরই পয়েন্ট চার। তবে রান রেটে এগিয়ে ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান করে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীত কউর সর্বোচ্চ ৪২ রান করেন। দীপ্তি শর্মা ৩২ ও পূজা বস্ত্রকর ২০ রান করেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রুমানা আহমেদ।
ছবি সৌজন্যে ট্যুইটার
১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ৫২ রানে অপরাজিত থাকেন ফরজানা হক। রুমানা আহমেদ অপরাজিত ৪২ ও শামিমা সুলতানা ৩৩ রান করেন।
মহিলাদের এশিয়া কাপে ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jun 2018 05:14 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -