লখনউ: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জোরাল ধাক্কা দক্ষিণ আফ্রিকা (South Africa) শিবিরে। হাতের আঙুল ভেঙে শুধু ভারত সফর নয়, বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার।


দক্ষিণ আফ্রিকা শিবির থেকে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাঁহাতের বুড়ো আঙুল ভেঙেছেন ডোয়েন প্রিটোরিয়াস। তাঁর আঙুলে অস্ত্রোপচার করতে হবে। সেরে উঠতে সময় লাগবে। তাঁকে দেশে ফেরানো হচ্ছে। প্রিটোরিয়াসের পরিবর্তে ভারত সফরের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কো জানসেনকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রিটোরিয়াসের পরিবর্তে কে সুযোগ পাবেন, তা এখনও জানানো হয়নি।


সেরা মিলার?


অল্পের জন্য তাঁর নায়কোচিত ইনিংস ব্যর্থ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ম্যাচ হারলেও মন জিতে নিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। অকল্পনীয় পরিস্থিতিতে কার্যত ভারতকে জিতিয়েই দিয়েছিলেন যিনি। মাত্র ৯ রানে প্রথম ওয়ান ডে ম্যাচ হারের পর সেই স্যামসন জানালেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ফিনিশার কে।                                   


৬৩ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সঞ্জু। ম্যাচের পর তিনি বলেছেন, 'আমাদের উন্নতি করার অনেক জায়গা রয়েছে। পাশাপাশি আমাদের দেখতে হবে কোন ব্যাটারদের বল করছি। আমার মতে ডেভিড মিলার এই মুহূর্তে বিশ্বের সেরা ফিনিশার। এই মাঠে ওকে বল করাটা ছিল খুব কঠিন।' বৃহস্পতিবার ৬৩ বলে অপরাজিত ৭৫ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিলার।                                            


ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সুযোগ না পাওয়ায় তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (IND vs SA ODI) দলে সুযোগ পেয়েছেন সঞ্জু (Sanju Samson)। আর দলে সুযোগ পেয়েই নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন ভারতীয় তারকা কিপার ব্যাটার। নিজের কেরিয়ারের সর্বোচ্চ ওয়ান ডে রানের ইনিংসটি খেললেন সঞ্জু।                           


আরও পড়ুন: পয়েন্ট টেবিলে সকলের নীচে থাকতে আসিনি, প্রথম ম্য়াচের আগে হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের