লন্ডন: ২০২২ সালে বার্মিংহ্যামে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হতে পারে মহিলাদের ক্রিকেট। বৃহস্পতিবার কমনওয়েলথ গেমস ফেডারেশনের বৈঠকে মহিলা ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য মনোনীত হয়েছে। এর আগে একবারই কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা হয়েছিল। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে অবশ্য শুধু পুরুষদের ক্রিকেটই হয়েছিল। এবার বার্মিংহ্যামে মহিলাদের ক্রিকেট দেখা যেতে পারে।
কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় খুশি আইসিসি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত বছরের নভেম্বরে আইসিসি ও ইসিবি কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত করার আবেদন জানায়। এবার কমনওয়েলথ গেমস ফেডারেশনের সদস্য দেশগুলি সম্মতি জানালেই বার্মিংহ্যাম গেমসে দেখা যাবে মহিলাদের ক্রিকেট। সারা বিশ্বের মেয়েদের ক্রিকেটের মাধ্যমে অনুপ্রাণিত ও ক্ষমতাশালী করার লক্ষ্যেই কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে।’
২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হতে পারে মহিলা ক্রিকেট, স্বাগত জানাল আইসিসি
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jun 2019 11:57 PM (IST)
এর আগে একবারই কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা হয়েছিল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -