মেলবোর্ন: আগামী রবিবার মহিলাদের টি ২০ বিশ্বকাপের ফাইনাল। তার আগে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। রবিবার ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার টক্কর দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে ক্রিকেট মহল। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ১৬ বছরের শেফালি ভার্মা। শেফালির সঙ্গে অভিজ্ঞ স্মৃতি মন্ধানার ওপেনিং জুটি বিপক্ষের মনে কীভাবে ত্রাসের সঞ্চার ঘটায় তাঁর প্রমাণ মিলল অজি বোলার মেগান স্কাটের কথায়। দলের অধিনায়ক মেগ ল্যানিংয়ের কাছে তাঁর স্পষ্ট আর্জি, তিনি শেফালি ও মন্ধানার বিরুদ্ধে বোলিং করতে চান না। আসলে গত মাসের ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথম ওভারেই ভারতের এই জুটির হাতে বেধড়ক মার খেয়েছিলেন তিনি। প্রথম বলেই বাউন্ডারি মেরেছিলেন শেফালি। পরে মন্ধানাও ছয় হাঁকিয়েছিলেন। সেই স্মৃতি এখনও তরতাজা স্কাটের মনে।
এমসিজি-তে ফাইনালের আগে স্টাক স্বীকার করে নিয়েছেন যে, ভারতের টপ অর্ডারকে রীতিমতো সমীহ করে চলেন তিনি। ভারতের টপ অর্ডারের খেলোয়াড়দের দেখলে কেঁপে যান তিনি। চলতি টুর্নামেন্টে তাঁর প্রথম ওভারে ভারতীয় ওপেনাররা ১৬ রান নিয়েছিলেন।
স্কাট বলেছেন, ভারতের সঙ্গে খেলতে বিরক্তি বোধ করি..ওরা আমাকে খুব পিটিয়েছিল...স্মৃতি ও ভার্মা আমাকে বোতলবন্দি করে দিয়েছিল। ত্রিদেশীয় সিরিজে ওই ছয়টা...এত বিশাল ছয় আমার বলে এর আগে কেউ মারেনি।
স্কাট বলেছেন, ওদের ফের মুখোমুখি হওয়ার সময় আমাদের নিশ্চিতভাবেই কিছু পরিকল্পনা রয়েছে। এটা স্পষ্ট যে, পাওয়ার প্লে-তে ওই দুজনের বিরুদ্ধে আমি একেবারেই সুবিধা করতে পারিনি। ওরা আমাকে বেশ সাবলীলভাবে খেলেছে।
স্কাটের টি ২০ কেরিয়ারে ইকনমি রেট ৫.৯৮। ভারতের বিরুদ্ধে তা ৬.৯৩। কেরিয়ারে তাঁর উইকেট পিছু রান ১৫.৬৮। ভারতের বিরুদ্ধে তা ২৪.৬৬।
২৭ বছরের স্কাট বলেছেন, ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলা তাঁর চিরদিনের স্বপ্ন। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ রানে ২ উইকেট নিয়ে দলকে ফাইনালে তুলতে সাহায্য করেছেন তিনি।
স্কাট বলেছেন, এতদিন ধরে যা নিয়ে এত কথা হয়েছে, সেই ফাইনালে পৌঁছেছি, তাও একেবারে উপযুক্ত দল ভারতের বিরুদ্ধে। আমাদের কাছে এর থেকে বড় চ্যালেঞ্জ আর হতে পারে না।
ভারতের টপ অর্ডার কাঁপুনি ধরিয়ে দেয়, টি ২০ বিশ্বকাপের ফাইনালের আগে স্বীকারোক্তি অজি বোলারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2020 01:49 PM (IST)
আগামী রবিবার মহিলাদের টি ২০ বিশ্বকাপের ফাইনাল। তার আগে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। রবিবার ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার টক্কর দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে ক্রিকেট মহল। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ১৬ বছরের শেফালি ভার্মা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -