মস্কো: বিশ্বকাপে পানামাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ জি-র শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ছয় গোলের মধ্যে তিনটিই অধিনায়ক হ্যারি কেনের। বিশ্বকাপে হ্যারি কেনের পারফরম্যান্স ইংরেজ সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে। গত রবিবার নিঝনি নোভগোরোড স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছে। ১৯৮৬-তে গ্যারি লিনেকারের পর প্রথম কোনও ইংরেজ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছেন হ্যারি কেন।
গ্রুপ লিগে দুরন্ত পারফরম্যান্সের পর ফুরফুরে মেজারের টিম ইংল্যান্ড। হ্যারি কেন ট্যুইট করেছেন, পেশাদার, নিখুঁত। নক আউটের অপেক্ষায়, বেলজিয়াম সামনে আসুক।




হ্যারি কেন তাঁর সহ খেলোয়াড়দের সঙ্গেও একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, এটা আমার খুব পছন্দের দল। বিশ্বকাপে হ্যাটট্রিকের জন্য গর্বিত। আমরা এগিয়ে যাব।