মস্কো: এবারের বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে অনেক পেনাল্টি দেওয়া হচ্ছে। বিশ্বকাপের ইতিহাসে একটি প্রতিযোগিতায় পেনাল্টির রেকর্ড ভেঙে যেতে পারে। তবে তার আগেই বিশ্বকাপে একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে। এবারের বিশ্বকাপেই সবচেয়ে বেশি আত্মঘাতী গোল হল। এর আগে ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। সেটাই এতদিন রেকর্ড ছিল। কিন্তু চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের সব ম্যাচ শেষ হওয়ার আগেই সাতটি আত্মঘাতী গোল হয়ে গিয়েছে। এখনও প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ এবং ফাইনাল বাকি। ফলে আত্মঘাতী গোলের সংখ্যা বাড়তেই পারে।


এবারের বিশ্বকাপের শুরু থেকেই আত্মঘাতী গোল হচ্ছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন তৃতীয় ম্যাচেই আত্মঘাতী গোল করে বসেন মরক্কোর আজিজ বুহাদ্দুজ। শেষমুহূর্তের এই গোলেই জয় পায় ইরান। পরের দিন নিজেদের জালেই বল জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার আজিজ বেহিচ। ফলে ২-১ গোলে জয় পায় ফ্রান্স। সেদিনই অন্য ম্যাচে আত্মঘাতী গোল করেন নাইজেরিয়ার ওগহেনেকারো এটোবো। এই গোলেই ১-০ জয় পায় ক্রোয়েশিয়া। এরপর সেনেগালের বিরুদ্ধে ম্যাচে পোল্যান্ডের থিয়াগো চিওনেক, রাশিয়ার বিরুদ্ধে মিশরের আহমেদ ফাতি, উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে রাশিয়ার ডেনিস চেরিশেভ এবং গতকাল সুইডেনের বিরুদ্ধে ম্যাচে মেক্সিকোর এডসন আলভারেজ আত্মঘাতী গোল করেন।