স্প্যানিশ ফুটবল দলের জন্য বিশ্বকাপের গান বাঁধলেন সার্জিও রামোস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2018 12:05 PM (IST)
মাদ্রিদ: ফুটবলার যখন গায়ক। রাশিয়া বিশ্বযুদ্ধের আগেই ফুটবল-জ্বরে কাঁপছে গোটা পৃথিবী। লা রোখার দেশেও এখন বারুদের গন্ধ। বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল দলের জন্য বিশ্বকাপের গান বাঁধলেন সার্জিও রামোস। গানটি হল ‘Another Star in your heart'। সেই গান সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করতেই ভাইরাল। ফুটবলের গান। তার কথায় অনুপ্রেরণার রং। ঐক্যের সুর। স্প্যানিশ ফিউশন গায়ক ডেমার্কো ফ্লেমেঙ্কোর সঙ্গে গানটি লিখেছেন রামোস। ভিডিওটি প্রকাশ করে স্প্যানিশ অধিনায়ক জানিয়েছেন, ‘আমি সবসময় নিজের কথা রাখার চেষ্টা করি। দীর্ঘদিন ধরে বন্ধু ডেমার্কো ফ্লেমেঙ্কোর সঙ্গে গানটি লিখেছি। গেয়েছি। এটাও আমার বিশ্বকাপের প্রস্তুতি।’ গানটি প্রকাশিত হওয়ার পরই তুমুল জনপ্রিয়তা পেয়েছে স্পেনে। ২০১৬-এর ইউরোর আগেও স্প্যানিশ আর্মাডার জন্য গান বেঁধেছিলেন রামোস। সেই গানটি ছিল লা রোখা ড্যান্সেস।এবার, তাঁর গানের তালে কি রাশিয়ায় উঠবে লাল ঝড়? সেই অপেক্ষাতেই স্প্যানিশ ফুটবলভক্তরা।