নয়াদিল্লি: তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত আগামী বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছে। টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়ে টেস্টে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। বিশ্বকাপ দলে ঢোকার দৌড়ে বেশ ভালোমতোই রয়েছেন তিনি।
এরইমধ্যে ভারতীয় দলের প্রাক্তন পেসার তথা ২০১১-র বিশ্বকাপজয়ী দলের সদস্য আশিস নেহরা পন্তকে বিশ্বকাপের দলে রাখার ব্যাপারে জোরাল সওয়াল করেছেন। তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে পাঁচটি কারণও দেখিয়েছেন নেহরা।
কারণ ১: ব্যাটিং লাইন আপে বৈচিত্র্য
নেহরা বলেছেন, ভারতের ব্যাটিং লাইন আপে প্রথম সাতে শিখর ধবন ছাড়া আর কোনও বাঁহাতি নেই। এক্ষেত্রে বাঁহাতি-জানহাতি কম্বিনেশনে বৈচিত্র প্রয়োজন। এক্ষেত্রে পন্ত একেবারেই সঠিক পছন্দ।
কারণ ২: পন্তকে 'ফ্লোটার' হিসেবে ব্যবহার করার সুযোগ
নেহরা মনে করেন যে, পন্ত এক থেকে সাত-যে কোনও পজিশনেই ব্যাট করতে পারেন। তাই অধিনায়ক বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্ট তাঁকে ফ্লোটার হিসেবে ব্যবহার করতে পারে।
কারণ ৩: পন্তের মারমুখী মেজাজে খেলার ক্ষমতা
প্রাক্তন পেসার বলেছেন, সহজে বড় শট খেলার ক্ষমতা রয়েছে পন্তের। চাপের মুখে পন্তের ভয়ডরহীন মানসিকতা কাজে আসতে পারে। নেহরা বলেছেন, অনায়াসে ছক্কা মারার ক্ষেত্রে রোহিত শর্মার পরেই রয়েছেন পন্ত। বিশ্বকাপে এ ধরনের ব্যাটিংয়ের প্রয়োজন হবে।
কারণ ৪: পন্তের মধ্যে রয়েছে ম্যাচ-ফিনিসার হয়ে ওঠার মতো দক্ষতা
নেহরা বলেছেন, একার হাতে ম্যাচ জেতানোর দক্ষতা পন্ত আগেই দেখিয়েছেন। তাঁর কথায়, এই দলে বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহর মতো ম্যাচ উইনার রয়েছে। এই তালিকায় যোগ হতে পারে পন্তের নামও।
কারণ ৫:এক্স ফ্যাক্টর
নেহরা বলেছেন, অম্বাতি রায়ডু, কেদার যাদব ও দীনেশ কার্তিকরা দুরন্ত প্লেয়ার। কিন্তু ওদের খেলার ধরনটা একই রকম। সেইসঙ্গে একটা এক্স ফ্যাক্টরও দরকার, যা পন্তের মধ্যে রয়েছে।
পাঁচ কারণ উল্লেখ করে বিশ্বকাপে ভারতীয় দলে ঋষভ পন্তকে রাখার পক্ষে সওয়াল নেহরার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Feb 2019 12:34 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -