লন্ডন: বিশ্বকাপের আগে আচমকাই অলরাউন্ডার বিজয় শঙ্করের ডান হাতে চোট নিয়ে উদ্বেগ তৈরি হলেও, শেষপর্যন্ত স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। স্ক্যান করে দেখা গিয়েছে, বিজয়ের হাতে চিড় ধরেনি। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে না পারলেও, তামিলনাড়ুর এই অলরাউন্ডারের বিশ্বকাপ খেলা নিয়ে কোনও সংশয় নেই।



বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘শুক্রবার অনুশীলনের সময় ডান হাতে চোট পান বিজয় শঙ্কর। তাঁর হাতে স্ক্যান করা হয়। বিজয়ের চোটের জায়গায় চিড় ধরা পড়েনি। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁকে চোটমুক্ত হতে সাহায্য করছে।’