নয়াদিল্লি: বয়স ৩৯। তাতে কী, ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল মনে করেন, মন চাইলেই শরীর সঙ্গ দেয়। উল্লেখ্য, ৪০ ছুঁইছুঁই জামাইকান তারকা এবারও বিশ্বকাপ খেলছেন। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যান এই নিয়ে জীবনের পঞ্চম বিশ্বকাপে অংশগ্রহন করতে চলেছেন। সম্ভবত এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটের সব থেকে বড় মঞ্চে পারফর্ম করার আগে রীতিমতো ফুটছেন এই ক্যারিবিয়ান তারকা।
গেইল সাফ জানাচ্ছেন, তাঁর পারফর্ম্যান্সে বয়স কোনও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। চলতি মাসের শেষেই পাকিস্তানের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভিভিয়ান রিচার্ডসের দেশ। তার আগে সপ্তাহ দুয়েক যোগ মন্ত্রে মনোনিবেশ করতে চান ক্রিস্টোফার হেনরি গেইল।
রাসেলের মতো জিম করে শক্তি বৃদ্ধি নয়। বাঁ হাতি এই ওপেনার বেছে নিয়েছেন যোগ-কেই। অতিরিক্ত চাপ না নিয়ে গেইল নিজেকে বিশ্রামেই রাখতে চাইছেন। প্রসঙ্গত, বিশ্বকাপ শুরুর আগে বিধ্বংসী মেজাজে রয়েছেন এই তারকা। ইংল্যান্ডে সাম্প্রতিক সিরিজে ৪২৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। যার মধ্যে রয়েছে একাধিক অর্ধ-শতরান সহ ২টি শতরান। ৪টি ওয়ানডে-তে মোট ৩৯টি ওভার বাউন্ডারি মেরেছেন গেইল। আর তারও আগে গেইলের ব্যাট থেকে এসেছে ৩৪টি ছক্কা। সেটা আইপিএল-এ।
এমন পারফর্ম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মালিক বলছেন, “সময়ের সঙ্গেই বয়স বাড়বে, বেশি দিন যুবক থাকা যায় না। তবে আমি ভাবিত মানসিক বয়স নিয়ে। দীর্ঘদিন কোনও শরীরচর্চা করিনি। মাথায় রাখতে, সবসময় নিজস্ব মন্ত্র ধরেই এগোতে হবে।”