লিডস: বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে লিডসের হেডিংলিতে একদিনের কেরিয়ারে একশ উইকেট সংগ্রহ করলেন ভারতের ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। এদিন শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন বুমরাহ। শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরাকে আউট করে একদিনের ক্রিকেট কেরিয়ারে শততম উইকেট দখলের ব্যক্তিগত কৃতিত্ব অর্জন করেন তিনি।
দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ১০০ উইকেট সংগ্রহ করলেন বুমরাহ। ৫৭ টি ম্যাচে তিনি ১০০ উইকেট পেলেন। তাঁরই সহ খেলোয়াড় মহম্মদ শামি এক্ষেত্রে মাত্র একটি ম্যাচ খেলে শততম উইকেট দখল করেছিলেন।
একদিনের ক্রিকেটে উইকেট সংগ্রহের ক্ষেত্রে তাঁর গড় ২২। ভারতীয়দের মধ্যে যাঁরাই ২০-র বেশি উইকেট নিয়েছেন, তাঁদের মধ্যে তাঁর গড়ই সবচেয়ে সেরা।





একদিনের ক্রিকেটে দ্রুততম উইকেট সংগ্রহের রেকর্ড রয়েছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তিনি ৪৪ ম্যাচে ১০০ উইকেট সংগ্রহ করেন। এর পরের স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (৫২ ম্যাচ)। তৃতীয় স্থানে পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাক।