গত মাসে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করে পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে ছিলেন জুনেইদ। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ০-৪ হারের পর পাকিস্তানের দলে একাধিক বদল করা হয়েছে। জুনেইদ ছাড়াও বাদ পড়েছেন আবিদ আলি ও ফাহিম আশরফ। অন্য ক্রিকেটাররা প্রকাশ্যে মুখ না খুললেও, প্রতিবাদের পথে হাঁটলেন জুনেইদ।