করাচি: চলতি বিশ্বকাপে পাকিস্তানের জঘন্য পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইমরান খানকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন উইকেটকিপার কামরান আকমল। তিনি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ আহমেদের দলের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘বিশ্বকাপে কোনও ম্যাচেই রান তাড়া করে জিততে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জয় এসেছে প্রথমে ব্যাটিং করে। সেই ম্যাচে তিনশোর বেশি রান করেছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে গিয়েছিলাম আমরা। সেই ম্যাচে আমাদের ব্যাটিংয়ের দুর্বলতা প্রকট হয়ে যায়। পিসিবি প্যাট্রন তথা প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আমার আর্জি, যারা পাকিস্তানের ক্রিকেটের বিপুল ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে নির্দয়ভাবে কঠোর ব্যবস্থা নিন। আমাদের দেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। যোগ্যতার ভিত্তিতে যদি দল নির্বাচন করা হয়, তাহলে পাকিস্তানের ব্যাটিং ও বোলিং শক্তিশালী হবে।’


চলতি বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে এসেছে এই জয়। হার ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটি বৃষ্টির জন্য হয়নি। সরফরাজদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। ঘরে-বাইরে সমালোচনা চলছে। এবার তাতে যোগ দিলেন আকমলও।