ম্যাঞ্চেস্টার: পাকিস্তানের বর্তমান দলের চেয়ে ভারতীয় দল অনেক এগিয়ে। এমনই মনে করেন কিংবদন্তী কপিল দেব। তাঁর মতে, পাকিস্তানের সঙ্গে এখন যদি ভারতের খেলা হয়, তাহলে বিরাট কোহলিরা ১০ বারের মধ্যে ৭ বারই জিতবেন।

আগামীকালের ম্যাচের আগে কপিল বলেছেন, ‘আমি ভারতীয় বলে বলছি না, বর্তমান ভারতীয় দল অবশ্যই অনেক ভাল। আমি যখন খেলতাম, তখন পাকিস্তান দল অনেক ভাল ছিল। আজ আমি বলতে পারি, ভারত-পাকিস্তানের মধ্যে যদি ১০টি ম্যাচ হয়, তাহলে ভারত ৭টি ম্যাচ জিতবে।’

ভারতীয় দলের পেসারদের প্রশংসা করে কপিল বলেছেন, ‘কোনও জিনিসের অভাব থাকার পর সেটা পেলে গর্ব হয়। গত ১৫ বছরে ভারতীয় দলের ক্ষেত্রে সেটাই হয়েছে। অনেক বোলার উঠে আসছে। ক্রিকেটাররা প্রায়ই বলে, বোলাররাই ম্যাচ জেতায়। (জসপ্রীত) বুমরাহকে আমি যখন প্রথম দেখি, তখন মনে হয়েছিল ও খুব একটা ভাল বোলার না। আমি নিজের মন্তব্য বদল করতে বাধ্য হয়েছি। এত ছোট রান আপ নিয়ে ও যত জোরে বল করে, সেটা দুর্দান্ত। আমি চাই ও আগামী পাঁচ বছর চোটমুক্ত থাকুক।’

ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাটের বিষয়ে কপিল বলেছেন, ‘বিরাট কোহলি খুব ভাল। আমার সঙ্গে ওর তুলনা করতে পারি না। ও বিশ্বের সেরা খেলোয়াড়।’