সাউদাম্পটন: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি তাঁর একদিনের কেরিয়ারের ৫২ তম হাফসেঞ্চুরি করলেন। তাঁর দুরন্ত ইনিংস সত্ত্বেও বিশ্বকাপের এই ম্যাচে ভারত বড় রান তুবতে পারল না। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৪ রান করে ভারত।
এশিয় প্রতিপক্ষর বিরুদ্ধে ৬৭ রানের ইনিংস চলতি বছর একদিনের ক্রিকেটে কোহলির চতুর্থ অর্ধশতরান। বিশ্বকাপে এই নিয়ে পরপর তিনটি ম্যাচে হাফসেঞ্চুরি করলেন কোহলি। এক্ষেত্রে অধিনায়ক হিসেবে মহম্মদ আজহারউদ্দিনের পর পর তিনটি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড স্পর্শ করলেন তিনি।
এর আগে মহম্মদ আজহারউদ্দিন ১৯৯২-এর বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি হাফসেঞ্চুরি করেছিলেন।
এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ রানে আউট হয়ে যান কোহলি। পরের দুটি ম্যাচে ৮২ (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) এবং ৭৭ রান (পাকিস্তানের বিরুদ্ধে) করেন কোহলি। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে ৬৭ রান করলেন ভারতের অধিনায়ক।
বিশ্বকাপে পরপর তিনটি হাফসেঞ্চুরি, অধিনায়ক হিসেবে আজহারউদ্দিনের রেকর্ড স্পর্শ করলেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2019 08:16 PM (IST)
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি তাঁর একদিনের কেরিয়ারের ৫২ তম হাফসেঞ্চুরি করলেন। তাঁর দুরন্ত ইনিংস সত্ত্বেও বিশ্বকাপের এই ম্যাচে ভারত বড় রান তুবতে পারল না। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৪ রান করে ভারত।
SOUTHAMPTON, ENGLAND - JUNE 22: Virat Kohli of India bats during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and Afghanistan at The Hampshire Bowl on June 22, 2019 in Southampton, England. (Photo by Alex Davidson/Getty Images)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -