ওল্ড ট্র্যাফোর্ড: ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে মহম্মদ শামিকে বাদ দিয়ে প্রথম একাদশ গঠন করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়ে যায়। সমর্থকদের একদিকে যেমন টিম ম্যানেজমেন্টকে তুলোধনা করছে, তখন দলের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন শামির কোচ বদরুদ্দিন সিদ্দিক।
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন শামি। চারটি ম্যাচ খেলেছেন। তাতেই তিনি ১৪ উইকেট দখল করেছেন। এর আগে, শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে শামিকে প্রথম একাদশে রাখা হয়নি। সেই সময় অনেকে মনে করেছিলেন, সেমিফাইনালের সময় তিনি যাতে চাঙা থাকেন। কিন্তু, ওল্ড ট্র্যাফোর্ডেও তাঁকে দলে না দেখে বিস্মিত হয়ে যান সকলেই।
বদরুদ্দিন জানান, তিনি হতবাক। তিনি জানিয়ে দেন, শামি কী করে প্রথম একাদশে জায়গা পায় না, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর প্রশ্ন, চার ম্যাচে ১৪ উইকেট নেওয়া একজনকে কী করে প্রথম একাদশে বাদ রাখা হয়? একজন পেস বোলারের থেকে কী প্রত্যাশা করা যেতে পারে?
তাঁকে প্রশ্ন করা হয়, শামির তুলনায় ভূবনেশ্বরের ব্যাটিংয়ের মান ভাল। তাই হয়ত ভূবিকে দলে নেওয়া হয়। এর উত্তরে বদরুদ্দিন বলেন, অবিশ্বাস্য! ব্যাটিংয়ের জন্য যদি টিম ইন্ডিয়াকে ভূবি বা শামির ওপর নির্ভরশীল হতে হয়, তাহলে আমরা ম্যাচ হেরেই গিয়েছি। যদি প্রথম ৬ ব্যাটসম্যান দলকে না জেতাতে পারে, তাহলে বাকিরাও পারবে না। তিনি যোগ করেন, শামির ভূমিকা হল বল হাতে উইকেট নেওয়া। আর তাতে সে যথেষ্ট সফল।
কোচ এ-ও জানিয়ে দেন, শামির কোনও চোট আছে বলেও তিনি জানেন না। বলেন, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরে শামির সঙ্গে আমার কথা হয়েছে।আমার মনে হয়, ও দুরন্ত ফিট এবং ছন্দে রয়েছে। নতুন করে কাল যদি চোট লেগে থাকে, তা আমার জানা নেই।