লন্ডন: ইংল্যান্ডে চলতি বিশ্বকাপ নিয়ে মশগুল ক্রিকেট বিশ্ব। এরইমধ্যে আইসিসি একটা আলাদা বিতর্কের রসদ জোগাল। এই বিতর্ক অবশ্য ভারত ও পাকিস্তানের দুই উইকেটরক্ষকের মধ্যে কে সেরা ক্যাচ নিয়েছেন, তা নিয়ে। স্ট্যাম্পের পিছনে ভারতের উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি এবং পাক অধিনায়ক সরফরাজ আহমেদ প্রায় একই ধরনের ক্যাচ ধরেছেন। দুটি ক্যাচই দুর্দান্ত। দুটি ক্যাচই চলতি বিশ্বকাপে স্ট্যাম্পের পিছনে উইকেটরক্ষকদের ক্যাচ অন্যতম সেরা বলে গন্য করা হচ্ছে।




গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচে কার্লোস ব্রেথওয়েটের ক্যাচ শরীর শূন্যে ছুঁড়ে একহাতে ধরেন ধোনি। আর আরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ রস টেলরের ক্যাচ প্রায় একইভাবে গ্লাভসবন্দী করেছিলেন।

আইসিসি দুটি ক্যাচের ভিডিও একসঙ্গে জুড়ে অনুরাগীদের কোনটা সেরা তা জানাতে বলেছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এবং দুই দেশের অনুরাগীরাই এর জবাব দিয়েছেন। অনেকেই বলছেন, ধোনির ক্যাচই সেরা। আবার কেউ কেউ বলছেন, সরফরাজের ক্যাচও কোনও অংশে কম নয়।