সাউদাম্পটন: বিশ্বকাপে আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু আফগান বোলার, বিশেষ করে, স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ৮ উইকেটে মাত্র ২২৪ রান করে। অধিনায়ক বিরাট কোহলি এবং কেদার যাদব ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। বড় রানের পার্টনারশিপও হয়নি। পর পর উইকেট পতনের পর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে নজর ছিল ভারতীয় দলের সমর্থকদের। কিন্তু সমর্থকদের আশা পূরণ হয়নি ধোনির ব্যাটিংয়ে। ৫২ বলে খেলে ২৮ রান করেন। কিন্তু ধোনি যেভাবে আউট হয়েছেন, তা তাঁর ক্ষেত্রে খুবই কম দেখা গিয়েছে। ৩৪৫ ম্যাচের একদিনের ক্রিকেট কেরিয়ারে দ্বিতীয়বার স্ট্যাম্প আউট হলেন ধোনি। রশিদ খানের বলে উইকেটরক্ষক ইকরাম আলি খিল তাঁকে স্ট্যাম্প আউট করেন। এর আগে ধোনি বিশ্বকাপেই স্ট্যাম্প আউট হয়েছিলেন। ২০১১-র বিশ্বকাপে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলার দেবেন্দ্র বিশুর বলে স্ট্যাম্প আউট হয়েছিলেন তিনি।