মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে ধোনির ভূমিকা কী? এক কথায় উত্তরে কোহলি জানালেন, মহেন্দ্র সিং ধোনি দলের ‘অমূল্য সম্পদ’। আরও এক ধাপ এগিয়ে প্রাক্তন অধিনায়ক নিয়ে বর্তমানের মন্তব্য, ‘এমএস (ধোনি) অভিজ্ঞতার খনি’। একই সঙ্গে সহ-অধিনায়ক রোহিতও যে ‘স্ট্র্যাটেজির অংশ’ তাও সাফ জানিয়ে দিলেন বিরাট কোহলি।
২টি বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে কোহলির মন্তব্য, “এই খেলায় স্মার্ট ক্রিকেটারদের মধ্যে ধোনি অন্যতম একজন। উইকেটের পিছনে ওর ভূমিকা এক কথায় অমূল্য। এবং সেকারণেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমি পূর্ণ স্বাধীনতা পাই। এমএস-এর মতো ক্রিকেটার আসলে অভিজ্ঞতার খনি।” উইকেটের পিছনে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে মাহির। আর তা অনেক সময়ই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। কোহলি বলছেন, ধোনির এই ‘গেম চেঞ্জারের’ ভূমিকা দলকে অনেক সাহায্য করবে। ভারতীয় দলের অধিনায়ক নির্দ্বিধায় জানিয়েছেন, ধোনি এবং রোহিত, দুই ক্রিকেটারের থেকই প্রত্যাশা রয়েছে দলের।
আইপিএল-এ ধোনি ও রোহিতের পারফর্ম্যান্সের প্রশংসা করে কোহলি বলেন, “অধিনায়ক হিসেবে আইপিএল-এ যে ধরনের পারফর্ম্যান্স ওদের রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে এমএস, ওর একটা ঐতিহ্য রয়েছে। এই দুই নেতৃত্বে থাকা ক্রিকেটারই দল রয়েছে, যা আমাদের পক্ষে অনুকূল হবে। আর সে কথা মাথায় রেখেই এমএস ও রোহিত, ২ জনকেই স্ট্র্যাটেজি পুলে রাখা হয়েছে।”