আজ রাতে উদ্বোধনী অনুষ্ঠান, কাল থেকে শুরু বিশ্বকাপ
Web Desk, ABP Ananda | 29 May 2019 08:00 PM (IST)
এবারের বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ হবে।
লন্ডন: কাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ১৪ জুলাই। তার আগে আজ লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত সাড়ে নটা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। এবারের বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ হবে। ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলার পর সেমিফাইনাল ও ফাইনাল হবে। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।