নয়াদিল্লি: ইংল্যান্ডের কাছে চলতি বিশ্বকাপে প্রথম হারের সম্মুখীন হতে হল ভারতকে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সাত উইকেটে ৩৩৭ রান করে। জবাবে ভারত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩০৬ রানেই থমকে যায়। ১৯৯২-এর পর এই প্রথম বিশ্বকাপে ভারতকে হারাল ইংল্যান্ড। চলতি টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতল ইংল্যান্ড। অন্যদিকে, সাতটি ম্যাচ খেলে এই প্রথম হারের মুখ দেখতে হল ভারতকে। গতকালের ম্যাচে হারের পর ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর পর বলেছেন, টিম ম্যানেজমেন্ট কেদার যাদবের বদলে রবীন্দ্র জাডেজাকে খেলানোর কথা ভাবতে পারে।
সচিন বলেছেন, ভারতের দুই স্পিনারকে যেভাবে ইংল্যান্ডের দুই ডানহাতি ব্যাটসম্যান আক্রমণ করছিলেন, সেক্ষেত্রে জাডেজা দলে থাকলে স্পিন আক্রমণে বৈচিত্র আসতে পারে। এক্ষেত্রে জাডেদার বাঁহাতি স্পিন বোলিং কাজে আসতে পারে।
সচিন বলেছেন, সাত নম্বরে কেদারকে ব্যাট করতে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে জাডেজাকে ওই পজিশনে খেলানো যেতে পারে। ওর বোলিংটাও ব্যবহার করা যাবে। কেননা, এই বিষয়টা নিয়ে টিম ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে।
তিনি আরও বলেছেন, টুর্নামেন্ট যত এগোবে ততই আরও আইডিয়া আসতে থাকে। আগামী ২ জুলাইয়ের ম্যাচে উইকেট কেমন হবে, তা বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। যদি ঘাস থাকে, তাহলে মুভমেন্ট থাকবে। আর যদি ঘাস না থাকে তাহলে জাডেজাকে খেলাবো যেতে পারে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কেদারের জায়গায় জাডেজাকে খেলানো যেতে পারে, পরামর্শ সচিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2019 03:14 PM (IST)
ইংল্যান্ডের কাছে চলতি বিশ্বকাপে প্রথম হারের সম্মুখীন হতে হল ভারতকে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সাত উইকেটে ৩৩৭ রান করে। জবাবে ভারত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩০৬ রানেই থমকে যায়। ১৯৯২-এর পর এই প্রথম বিশ্বকাপে ভারতকে হারাল ইংল্যান্ড।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -