নয়াদিল্লি: গতকাল শুক্রবার বিশ্বকাপের ম্যাচে হেডিংলিতে আয়োজক দেশ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এই হারকে অন্যতম বড় অঘটন মনে করা হচ্ছে। অন্যতম ফেভারিট দলের এই হারে টুর্নামেন্টে প্রাণ ফিরল বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। এতে বিশ্বকাপে লড়াইটা আরও জমজমাট হল বলেই মতপ্রকাশ করেছেন তিনি।
ট্যুইটারে সহবাগ বলেছেন, ইংল্যান্ডকে দুরন্ত পারফর্ম করে হারাল শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে এখনও ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এরমধ্যে অন্তত দুটিতে জিততে হবে। বিশ্বকাপ জমে গেল।



গতকাল শ্রীলঙ্কার জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন লাসিথ মালিঙ্গা। তাঁর ৪৩ রানের ৪ উইকেটের বিধ্বংসী স্পেল ইংরেজ ব্যাটিংয়ের টপ অর্ডার গুঁড়িয়ে দেয়। চতুর্থ বোলার হিসেবে বিশ্বকাপে ৫০-এর বেশি উইকেট সংগ্রহ করলেন তিনি। এক্ষেত্রে মুথাইয়া মুরলীধরন (৬৮), গ্লেন ম্যাকগ্রা (৭১) এবং ওয়াসিম আক্রম (৫৫)-দের ক্লাবে যোগ দিলেন ৩৫ বছরের মালিঙ্গা। মালিঙ্গা ছাড়াও ধনঞ্জয় ডি সিলভা (৩২ রানে ৩) এবং ইসুরু উডানা (৪১ রানে ২ উইকেট)-ও ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান।
ইংল্যান্ডের বেন স্টোকস ৮৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন।
গতকালের জয়ের পর শ্রীলঙ্কা ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল। অন্যদিকে, ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল ইংল্যান্ড।
জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষপর্যন্ত ২০ রানে হেরে যায় তারা।