দোহা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হার যদি ইন্দ্রপতন হয়, তবে আজ মরক্কোর জয় ও পর্তুগালের হার অন্য়তম সেরা অঘটন এবারের টুর্নামেন্টে। আজই আর কিছুক্ষণ পরেই কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে নামতে চলেছে বিশ্ব ফুটবলের ২ পাওয়ার হাউজ ফ্রান্স ও ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগে দেখে নেওয়া যাক মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?


২ দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কিন্তু ইংল্যান্ড। এখনও পর্যন্ত মোট ১৭ বার থ্রি লায়ন্স জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ৯ বার জয় পেয়েছে ফ্রান্স। ৫টি ম্যাচ ড্র হয়েছে। মোট ৬৯ টি গোল করেছে ইংল্যান্ড। অন্যদিকে ৩৯টি গোল করেছে ফ্রান্স। এই ম্যাচ যে শুধু দুই দলের তারকা প্লেয়ারদের লড়াই হতে চলেছে এমনটাও নয়। এই ম্যাচ হতে চলেছে দুই অভিজ্ঞ কোচের মস্তিষ্কের লড়াই। গ্যারেথ সাউথগেট ও দিদিয়ের দেশঁ-র মগজাস্ত্রের লড়াইয়ে কে শেষ হাসি হাসে সেটাই দেখার।


মাঝমাঠে দারুণ ফর্মে আছেন জুড বেলিংহ্যাম। এই ম্যাচেও তাঁর দারুণ অ্যাসিস্ট সহজ করে দিতে পারে কেন-সাকাদের কাজ। ম্যান সিটির উঠতি তারকা ফিল ফডেনকেও রাখতে হবে ভূমিকা।  ফরাসিদের তুরুপের তাস হবেন কিলিয়ান এমবাপে। গোলের মধ্যে থাকা এই ফরোয়ার্ড এই ম্যাচেও এগিয়ে নেবেন দলকে এমনটাই থাকবে ভক্তদের প্রত্যাশা। অলিভিয়ের জিহুকেও ধরে রাখতে হবে ফিনিশিং নৈপুণ্য, বার্সেলোনা তারকা দেম্বেলেকেও যোগাতে হবে সমর্থন।


পর্তুগালের বিদায়, সেমিতে মরক্কো


শেষ, এখানেই শেষ। কাতার বিশ্বকাপে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। শেষ আটে মরক্কোর কাছে হেরে বিদায় নিল পর্তুগাল। জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেললেন সি আর সেভেন। অন্য়দিকে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল মরক্কো। এর আগে ক্যামেরুন, ঘানা, সেনেগাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্তই যেতে পেরেছিল আফ্রিকান দেশ হিসেবে। 


এদিনের ম্যাচেও শুরুতে রোনাল্ডোকে বসিয়েই একাদশ সাজিয়েছিলেন ফার্নান্দো স্যান্তোস। আগের ম্যাচের নায়ক রামোস এদিন যদিও পুরো ব্যর্থ। প্রথমার্ধেই উল্টো গোল হজম করতে হয়। ম্যাচের ৪২ মিনিটের মাথায় এল নাসারির গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে দ্রুত রোনাল্ডোকে মাঠে নামান স্যান্তোস। সি আর সেভেন মাঠে নামার পর পর্তুগালের খেলায় গতি ফিরলেও মরক্কোর শক্তিশালী ডিফেন্স ভেদ করে গোল করাটা একপ্রকার অসাধ্য ছিল পর্তুগালের কাছে।


আরও পড়ুন: বিশ্বকাপ শেষ রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে সেমিতে মরক্কো