কলকাতা: ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের (ODI World Cup) বোধন হয়ে গিয়েছে। প্রথম ম্য়াচে বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। তবে সকলে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ৫ নভেম্বরের। সেদিন ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। অনলাইনে ম্যাচের টিকিট নিঃশেষ। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের একটা টিকিট পেতে হা পিত্যেশ করে বসে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
আর সেই ম্যাচের টিকিট নিয়ে এবার শুরু হল কালোবাজারি। পুলিশের জালে মঙ্গলবার ধরা পড়ল একজন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ধৃত ওই ব্যাক্তির নাম অঙ্কিত আগরওয়াল। তার বিরুদ্ধে অভিযোগ, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২৫০০ টাকা মূল্যের টিকিট ১১ হাজার টাকা করে বিক্রি করছিল। কলকাতা পুলিশ ধৃত অঙ্কিতের কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছে।
বিশ্বকাপে টানা ৬ ম্য়াচ জিতে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার ভারত। টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে। কাপ জয়ের ব্যাপারেও অন্যতম ফেভারিট ভারত। তবে ভারতকে চ্যালেঞ্জ জানাতে তৈরি দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলে দু'নম্বরে রয়েছেন তেম্বা বাভুমারা। ৫ নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে তাই এখন থেকেই উন্মাদনার পারদ তুঙ্গে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে রমরমিয়ে চলছে টিকিটের কালোবাজারি।
৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। সেই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে অভিনব সব উদ্যোগ নিচ্ছেন সিএবি কর্তারা। ৫ নভেম্বর ৩৫ বছর পূর্ণ করছেন কোহলি। সেদিন মাঠেই গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা সারা হয়ে গিয়েছে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্মসচিব দেবব্রত দাস-সহ বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষ কর্তাদের। বিরাটের ছবি দেওয়া কেকের অর্ডার করা হয়েছে। কেক কাটার পাশাপাশি বার্থ ডে বয় বিরাটকে উপহারও দেবে সিএবি। কোহলির হাতে তুলে দেওয়া হবে বিশেষ এক স্মারক। সেটির নকশা নিয়ে আলোচনা চলছে।
আর থাকছে বিরাট-মুখোশ। মাঠে সেদিন প্রত্যেক ক্রিকেটপ্রেমীকে দেওয়া হবে কোহলির ছবি দেওয়া মুখোশ। ঠিক যেরকম দেওয়া হয়েছিল দশ বছর আগে সচিন তেন্ডুলকরের ১৯৯তম টেস্ট ম্যাচে।
তবে তার মাঝে টিকিট কালোবাজারির খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে বাংলার ক্রিকেট মহলে।
আরও পড়ুন: ODI World Cup Exclusive: জন্মদিনে ইডেনে নিজের ছবি দেওয়া কেক কাটবেন কোহলি, স্মারক-আতসবাজিতে নায়ক বরণ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন