আমদাবাদ : ৬৩ বলে ঝোড়ো ৮৬। যে পথে ৬ টি চার ও সমসংখ্যক ছক্কা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে ভারতের দুরমুশ করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোহিত শর্মার (Rohit Sharma)। একাধিকবার বাউন্ডারি টপকে কার্যত হিটম্যান শো তিনি মেনে ধরেছিলেন সেদিন। আর ম্যাচের মাঝে দেখা যায় পেশি ফুলিয়ে সেলিব্রেশনে মেতেছেন তিনি। 


হিটম্যানের যে সেলিব্রেশন নিয়ে তৈরি হয়েছিল কৌতুহল। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেটারদের জন্যই কি এই বার্তা রোহিতের। যদিও তেমনটা নয়। বিসিসিআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে ঘটনাক্রমের ব্যখ্যা দিয়েছেন তিনি। যে ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তান ম্যাচের শেষে সোজা রোহিতের কাছে ছুটে গিয়ে তাঁকে আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।


যার পরই হার্দিক রোহিতকে প্রশ্ন ছুড়ে দেন, পেশি ফুলিয়ে সেলিব্রেশনটা ঠিক কী ছিল ? যার উত্তরে রোহিত জানান, 'আরে বলছিলাম আসল বিষয়টা ব্যাটে নয় হাতে।' যার সঙ্গে হিটম্যান জোড়েন, বলছিল, 'ব্যাটে নিশ্চয়ই কিছু রয়েছে, এত লম্বা ছক্কা হাঁকাচ্ছ কীভাবে ?' আর পাকিস্তানের কোনও ক্রিকেটার নয়, ভারতীয় অধিনায়ককে মজার ছলে যেটা বলেছিলেন অন ফিল্ড আম্পায়ার মারিয়াস এরাসমাস।


আম্পায়ারের যে মজা নিয়ে তখন কিছু না বললেও বিষয়টাকে যে তিনি খোঁচা হিসেবেই নিয়েছেন, সেটা বুঝিয়ে দিতেই পেশি ফুলিয়ে রোহিত বুঝিয়ে দেন, আসল কেরামতি আসলে রয়েছে হাতে। বলা ভাল হাতের পেশিশক্তির জোরেই লম্বা লম্বা ছক্কা তিনি হাঁকাচ্ছেন, সেটাই বুঝিয়ে দেন রোহিত শর্মা। 


এমনিতেই ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে তরতরিয়ে ছুটছে ভারতের জয়রথ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান ও যার পরে পাকিস্তান। টানা তিন ম্যাচে জিতেছে ভারতীয় দল। রান রেটের বিচারে এই মুহূর্তে বিশ্বকাপের লিগ তালিকার সবার ওপরে রয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে ১২ বছর পর বিশ্বকাপের জেতার ব্যাপারে ফেভারিট হিসেবেই নেমেছে টিম ইন্ডিয়া।


মেন ইন ব্লু-র অধিনায়ক রয়েছেন ব্যাট হাতে দারুণ ছন্দে। ৩ ম্যাচে খেলেছেন এই মুহূর্তে রোহিত শর্মার ঝুলিতে ২১৭ রান। যার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছে ১৩১ রানের দুরন্ত শতরানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ম্যাচ জেতানো ইনিংসও খেলেন ভারতের অধিনায়ক। 


আরও পড়ুন- রিজওয়ান থেকে রোহিত, বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial