কাল মরণ-বাঁচন ম্যাচ মেসিদের, বেকহ্যাম বলছেন ফাইনাল হবে আর্জেন্তিনা-ইংল্যান্ডের
Web Desk, ABP Ananda | 25 Jun 2018 01:56 PM (IST)
বেজিং: এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও ইংল্যান্ড। এমনই ভবিষ্যৎবাণী করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। চিনে একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন এই প্রাক্তন তারকা। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর্জেন্তিনা। আমি অবশ্যই চাইব ইংল্যান্ড চ্যাম্পিয়ন হোক। তবে আমি সেটা বলছি দেশের প্রতি ভালবাসা ও পক্ষপাতিত্ব থেকে।’ ইংল্যান্ডের বর্তমান দলের প্রশংসা করলেও, বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে হ্যারি কেনদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলেই মনে করছেন বেকহ্যাম। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের দলে বেশিরভাগ ফুটবলারই তরুণ। ওদের এখনও সেরকম অভিজ্ঞতা হয়নি। বিশ্বকাপে অনেক ভাল দল আছে। ফলে ইংল্যান্ডের এগিয়ে যাওয়ার পথ আরও কঠিন হবে।’ প্রথম ম্যাচে গতকাল তিউনিশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জেতার পর গতকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ উড়িয়ে নক-আউটে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। ফলে বেকহ্যামের দেশ ফাইনাল খেলতেই পারে। কিন্তু আর্জেন্তিনার নক-আউটে যাওয়া রীতিমতো কঠিন। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ০-৩ গোলে হেরে গিয়েছেন মেসিরা। আগামীকাল নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আইসল্যান্ড জিতে গেলে বিদায় নিতে হবে মেসিদের। সেক্ষেত্রে আর বেকহ্যামের ভবিষ্যৎবাণী মিলবে না। তবে আর্জেন্তিনার সমর্থকদের আশা, তাঁদের প্রিয় দল গ্রুপের বাধা টপকে নক-আউটের যোগ্যতা অর্জন করবে।