ব্রিস্টল: মহিলাদের বিশ্বকাপে ভারতের অধিনায়ক মিতালি রাজের বিশ্বরেকর্ড। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মিতালি। ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে টপকে তিনি করলেন ৬০২৮ রান। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ৬০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। বাংলার পেসার ঝুলন গোস্বামী মহিলাদের একদিনের ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ফলে একদিনের ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী ও সর্বোচ্চ উইকেটশিকারী দু জনই ভারতীয়। এই রেকর্ড গড়ার জন্য মিতালিকে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, উমেশ যাদব ও অজিঙ্ক রাহানে।


আজ বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির গড়লেন মিতালি। এর আগে মহিলাদের একদিনের ম্যাচে সর্বোচ্চ রান ছিল শার্লট এডওয়ার্ডসের ৫,৯৯২। আজ সুবিশাল ছক্কা হাঁকিয়ে ৬০০০ রানের মাইলস্টোন ছোঁন ভারত অধিনায়ক। এই ম্যাচে মিতালির ব্যাট থেকে আসে ৬৯ রান। প্রথমে ব্যাট করে ভারত করেছে ৭ উইকেটে ২২৬ রান। পুনম রাউত (১০৬) দুর্দান্ত শতরান করেছেন।