১১৭ বছরের রেকর্ড ভাঙলেন গুজরাতের ওপেনার সমিত গোহেল
ABP Ananda, web desk | 27 Dec 2016 06:02 PM (IST)
জয়পুর: গুজরাতের ২৬ বছরের ওপেনার সমিত গোহেলের ব্যাটে ভাঙল প্রথমশ্রেণীর ক্রিকেটে ১১৭ বছরের পুরানো রেকর্ড। ওপেন করতে নেমে দলের ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন তিনি। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩৫৯ রানে অপরাজিত থেকে যান তিনি। প্রথমশ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান হানিফ মহম্মদের দখলে। তিনি করেছিলেন ৪৯৯ রান। কিন্তু তিনি আউট হয়ে গিয়েছিলেন। ওড়িশার বিরুদ্ধে গুজরাত করে ৬৪১ রান। এরমধ্যে সমিত ৩৫৯ রান করে দলের ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এর আগে এই রেকর্ড ছিল সারের ববি আবেসের। ১৮৯৯-ও কিংস্টন ওভাল গ্রাউন্ডে তিনি করেছিলেন অপরাজিত ৩৫৭ রান। সমিতের ৭২৩ বলের ইনিংসে রয়েছে ৪৫ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। তিনি যে এত পুরানো একটা রেকর্ড ভেঙে ফেলেছেন, তা জানা ছিল না সমিতের। ম্যাচের পর তিনি বলেছেন, 'আমি জানতাম না এটা একটা বিশ্ব রেকর্ড। আসলে আমার লক্ষ্য ছিল, যত বেশি সময় সম্ভব খেলে যাওয়া। কোচ স্যার (বিজয় পটেল) এবং পার্থিব ভাই (অধিনায়ক পার্থিব পটেল) আমাকে অনেকক্ষণ ধরে খেলতে বলেছিল। আমি সেটাই করার চেষ্টা করেছি। এতটা সময় ধরে ব্যাট করতে পেরে আমি খুবই খুশি। স্বাভাবিকভাবেই এটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নিজের ভালো লাগা প্রকাশ করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না'। সম্পত্তি ব্যবসায়ী ভানুভাই পটেলের ছেলে সমিত স্বভাবে খুবই লাজুক। বলেছেন, 'বাবা ছোট ব্যবসায়ী। আমি এতদিন পর্যন্ত খেলার প্রতিই মনোনিবেশ করে এসেছি। হ্যাঁ, আমি সরকারি চাকরি খুঁজছি। স্পোর্টস কোটায় সরকারি চাকরির জন্য আবেদনও করেছি। দেখা যাক, কী হয়'। গত ৮১ বছরে প্রথমশ্রেণীর ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির মালিক সমিত, যিনি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। তাঁর রেকর্ডের হাত ধরে গুজরাতও রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল।