লন্ডন: অ্যাশেজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship Final) পথ চলা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (END vs AUS)। এবার আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও হচ্ছে অজিদের ম্যাচের মধ্যে দিয়ে। ২০২৫ সালে লর্ডসে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরপর তিনটি ফাইনালের জন্য ইংল্যান্ডের স্টেডিয়ামের নাম ঘোষণা করা হল। অস্ট্রেলিয়া আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৯টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। যার মধ্য়ে ২টো টেস্ট সিরিজ রয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। এছাড়া ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্ট, পাকিস্তানের বিরুদ্ধে ৩টি টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টো টেস্ট খেলবে অজিরা। অন্যদিকে ইংল্যান্ড ১০টি হোম ম্যাচ ও ১১টি অ্যাওয়ে ম্যাচ খেলবে।


পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হতে চলেছে আগামী শুক্রবার থেকে। বার্মিংহ্যামে প্রথম টেস্ট আয়োজিত হবে। দ্বিতীয় টেস্টটি হবে লর্ডস, লিডস, ম্যাঞ্চেস্টার ও দ্য ওভাল। 


অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এজবাস্টনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। মঈন আলি স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে ফিরে এসেছেন। চোটের জন্য ওলি স্টোন ও জোফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড ব্রিগেড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন জশ টাং। তিনিও দলের বাইরে রয়েছেন। ম্যাথু পটসও সুযোগ পাননি। ইংল্য়ান্ড অধিনায়ক স্টোকসের তরফে জানানো হয়েছে যে ২০২১-২৩ টেস্ট চ্য়াম্পিয়নশিপে যে তিন পেসার ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন, তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। রবিনসন, ব্রড ও অ্যান্ডারসন মোট ১৪৭ উইকেট ঝুলিতে পুরেছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের পেস অ্যাটাকের মধ্যে অজিদের বিরুদ্ধে অন্যতম সফল স্টুয়ার্ট ব্রড। ২০ টেস্টে ৮৪ উইকেট নিয়েছেন তিনি। স্টোকসের ফিটনেস যে পর্যায়ে, তাতেও খুশি হবে ইংল্যান্ড শিবির। অনুশীলনে বোলিংও করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হতে চলেছে আগামী শুক্রবার থেকে। বার্মিংহ্যামে প্রথম টেস্ট আয়োজিত হবে। দ্বিতীয় টেস্টটি হবে লর্ডস, লিডস, ম্যাঞ্চেস্টার ও দ্য ওভাল।